শুল্ক ফাঁকি: ৩ কোটি টাকার বিএমডাব্লিউ জব্দ
ডেস্ক রিপোর্টঃ রাজধানীর গুলশান থেকে একটি বিএমডাব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার রাতে গুলশান-২ থেকে গাড়িটি জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দেয়ার উদ্দেশে মিথ্যা ঘোষণা দিয়ে গাড়িটি দেশে আনা হয়। এরপর পিরোজপুর থেকে ভুয়া কাগজপত্র দিয়ে এর রেজিস্ট্রেশনও (পিরোজপুর-ঘ-১১-০০২৫) করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিান জানান, ‘জাফর চৌধুরী নামে এক ব্যক্তি গাড়িটি বিদেশ থেকে আনান। গাড়িটির মূল্য প্রায় তিন কোটি টাকা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।