ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, গ্রেফতার ২
ছাতক প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জ পূর্ব রামপুর (পুরান বাজার) এলাকায় ফয়জুল হক (৪৫) নামের এক আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। সে মৃত ইজাজ আলীর পুত্র। রোববার ভোর ৪টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করে। খবর পেয়ে রোববার সকালে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে বিকেলে দাফন করা হয়। ঘটনার সাথে জড়িত পূর্ব রামপুর (পুরান বাজারের) মৃত ইলিয়াস আলীর পুত্র মৌর আলী ও তার স্ত্রী দিলারা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে পুলিশ। জানা যায়, ফয়জুল হক প্রায় ১৫/২০দিন আগে তার বসত ঘরের পিছন দিকে সেনেটারি একটি টয়লেট স্থাপন করতে গেলে পার্শ্ববর্তী ঘরের বসবাসকারি মৌর আলী তাকে বাঁধা দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটা কাটি ও মারামারির ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত ফয়জুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অর্থের অভাবে চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় তাকে বাড়িতে নিয়ে যায় এ দিনমজুরের পরিবার। অবশেষে প্রায় ১৫দিন চিকিৎসার অভাবে রোববার ভোরে তার মৃত্যু হয়। এদিকে প্রতিপক্ষের হামলার ঘটনা পর মৃত ইলিয়াস আলীর পুত্র মৌর আলীকে প্রধান আসামি করে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহত ফয়জুল হকের স্ত্রী খয়রুন নেছা।