ব্রুনাইয়ে স্পেশাল অলিম্পকস্ গেমস ২০১৫ এ বাংলাদেশ দলের সাফল্য
৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত ব্রুনাইয়ে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক বোচী গেমস এ অংশগ্রহণ করে স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ বোচী দল ১৩ টি পদক(১২টি স্বর্ন ও ১টি ব্রোঞ্জ) নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করেছে। বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী ক্রীড়াবিদগণের এই সাফল্য স্পেশাল অলিম্পিকস্ আন্দোলনকে আরো বেগবান করবে। বাংলাদেশ দলের দলনেতা মিসেস কামরুন নাহার ডানার তত্ত্বাবধানে ২জন প্রশিক্ষক, ৭ জন এ্যাথলেট ও ১ জন পার্টনার নি¤েœবর্ণিত ১০ টি দেশের ১১ টি দলের সাথে প্রতিযোগিতা করে দেশের জন্য এই গৌরব বয়ে এনেছে ঃ
০১। ভারত
০২। ইন্দোনেশিয়া
০৩। সিঙ্গাপুর
০৪। পাকিস্তান
০৫। মালয়েশিয়া
০৬। ফিলিপাইনস্
০৭। থাইল্যান্ড
০৮। মিয়ানমার
০৯। শ্রীলংকা
১০। ব্রুনাই (১) ও ব্রুনাই (২)
স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ বোচী দল আগামী ৭ ডিসেম্বর ২০১৫ সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমান যোগে রাত ৯:০০ টায় ঢাকা প্রত্যাবর্তন করবে। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে বিজয়ী দলকে ফুলেল সংবর্ধনা দেয়া হবে।