আম্বরখানা স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকসা শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া

45066ডেস্ক রিপোর্টঃ নগরীর আম্বরখানা সিএনজি অটোরিকসা স্ট্যান্ড দখল নিয়ে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বালুচর ও টিলাগড় স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘ দিন থেকে টিলাগড়ের সিএনজি অটোরিকসা শ্রমিকরা আম্বরখানা স্ট্যান্ড লিজ নিয়ে পরিচালনা করছেন। স্ট্যান্ড পরিচালনা করতে বালুচর ও শাহী ঈদগাহের শ্রমিকরাও সহযোগিতা করে আসছেন।

শুক্রবার বালুচর ও শাহী ঈদগাহের শ্রমিকরা টিলাগড়ের শ্রমিকদের তাড়িয়ে দিয়ে স্ট্যান্ডের একক অধিকার আদায় করতে চায়। এতে শুরু হয় উভয় পক্ষের মধ্যে দ্বন্ধ। টিলাগড় স্ট্যান্ডের গাড়ি আম্বরখানা যাতায়াতে শাহী ঈদগাহ ও বালুচর এলাকার শ্রমিকরা বাধা দেন। টিলাগড় স্ট্যান্ডের শ্রমিকরা প্রতিবাদ করলে শাহী ঈদগাহ, বালুচর এলাকার শ্রমিকরা ধাওয়া করেন। পরে টিলাগড় স্ট্যান্ডের শ্রমিকরা শাহী ঈদগাহ ও বালুচর এলাকার শ্রমিকদের পাল্টা ধাওয়া করেন।

এ ব্যাপারে সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।