যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত, আহত ২০
ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। স্থানীয় সময় বুধবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনো শহরে সরকারি সামাজিক সেবা প্রদান সংস্থার কাছে এ ঘটনা ঘটে। এক বা একাধিক বন্দুকধারী গুলি চালিয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ। ওই বন্দুকধারীরা এখনো সক্রিয়।
এক টুইটার বার্তায় স্যান বার্নারডিনো পুলিশ বিভাগ জানিয়েছে, ১ থেকে ৩ জন বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছে। আর অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, কমপক্ষে ২০ বার সহায়তা চাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা এখনো সক্রিয়।
এক পুশিল মুখপাত্রের বরাত দিয়ে লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, সন্দেহভাজনদের কাছে ভারী অস্ত্র ছিল। তাঁদের পরনে বুলেটপ্রুফ পোশাকও থাকতে পারে। হামলকারীরা বোমা ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অপর টেলিভিশন সিবিএস জানিয়েছে, বোমা নিস্ত্রীয়কারী দল ঘটনাস্থলে এসেছে।
অ্যালকোহল, তামাক, আগ্নোয়াস্ত্র ও বিস্ফোরক বিষয়ক যুক্তরাষ্ট্রের সংস্থার লস অ্যাঞ্জেলস শাকার কর্মকর্তা ঘটনাস্থলে পৌছেছেন। তবে ঘটনার জন্য দায়ী কউকে এখনো গ্রপ্তার করা যায়নি।