দলীয় মনোনয়ন পত্র গ্রহন করলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী বাদল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা নেতৃবৃন্দ গতকাল বুধবার সন্ধ্যায় জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক বদরুল হক বাদলের হাতে দলীয় মনোনয়ন পত্র তুলে দেন দলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেরিত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে দলের যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান এই মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক এড. এম নুরুল হক, যুগ্ম আহবায়ক এড. আব্দুল গফ্ফার, আবুল কাহের শামীম, আলী আহমদ, জেলা বিএনপি নেতা এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, এড. মোয়াজ্জেম হোসেন, এড. মুজিবুর রহমান, দিদার ইবনে তাহের লস্কর, জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন হিরা, উপজেলা ছাত্রদল নেতা ইজাদুর রহমান মুন্না প্রমূখ।