৮ডিসেম্বর সিলেট আসছেন চরমোনাই পীর ও আমিন পালনপুরী
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মাওলানা মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ও দারুল উলুম দেওবন্দ মাদরাসার মুহাদ্দিস মুফতী মোহাম্মদ আমিন পালনপুরী ৪ দিনের সফরে ৮ ডিসেম্বর সিলেট আসছেন। ৮ ডিসেম্বর মঙ্গলবার পীর সাহেব চরমোনাই’র মাহফিল জৈন্তাপুর থানার দরবস্ত বাজারে বাদ মাগরীব, বাদ এশা গোলপগঞ্জ বাজারে ও ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সিলেট আলিয়া মাদরাসা মাঠে সকাল ও রাতে প্রধান অতিথির বয়ান পেশ করবেন পীর সাহেব চরমোনাই। বিশেষ মেহমান হিসাবে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ এশা বয়ান পেশ করবেন দারুল উলুম দেওবন্দ মাদরাসার মুহাদ্দিস মুফতী মোহাম্মদ আমিন পালনপুরী। মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে বয়ান পেশ করবেন মাওলানা হাফিজ ইউনুস আহমদ, মাওলানা মুফতী ওমর ফারুক সন্ধীপী, মাওলানা মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা মুফতী সৈযদ ইসহাক মোঃ আবুল খায়ের, মাওলানা মুফতি মোঃ ইউসুফ, মাওলানা আহমদ আলী, মাওলানা আনোয়ারুল হক চৌধুরী, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা ফয়জুর রহমান প্রমুখ।শান্তি শৃঙ্খলা বজায় রেখে মাহফিল সফলের জন্য সিলেটের প্রশাসন, সাংবাদিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ বিভিন্ন দলের মতের সহ সর্বশ্রেণীর জনসাধারণকে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ।