বন্দি বিনিময়ে যেভাবে মুক্তি পেল বাগাদাদীর সাবেক স্ত্রী (ভিডিও সহ)
ডেস্ক রিপোর্টঃ সিরিয়ায় বন্দি বিনিময় হয়েছে লেবানন ও নুসরা ফ্রন্টের সঙ্গে। বন্দি বিনিময়ে মুক্তি পেয়েছেন ইসলামিক স্টেটের (আইএস) প্রতিষ্ঠাতা বাগদাদীর সাবেক স্ত্রী “সাজা আল দুলাইমি”। অপরপক্ষে লেবাননের ১৬ সৈন্যকে ছেড়ে দিয়েছে নুসরা ফ্রন্ট।
খবর – আল অ্যারাবিয়া।
লেবাননের বন্দি এসব সৈন্যকে গত বছরের আগস্টে “জুরুদ আরসাল” নামক পাহাড়ি এলাকা থেকে অপহরণ করেছিল নুসরা ফ্রন্ট। সিরিয়ায় নুসরা ফ্রন্টকে ‘আল কায়দা’ বলা হয়ে থাকে। সংগঠনটির সঙ্গে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) যুক্ত আছে বলে জানা যায়।
বন্দি বিনিময় করতে নুসরা ফ্রন্টের সদস্যরা তিনটি গাড়িতে করে বন্দিদের লেবানন সীমান্তের কাছে নিয়ে আসে। অন্যদিকে লেবানন রেডক্রসের গাড়িতে করে বাগদাদীর স্ত্রীসহ ১৩ জন ইসলামিক বন্দিকে বিনিময় করতে সিরিয়া সীমান্তে নিয়ে আসে।
কাতারের মধ্যস্থতায় এ বন্দি বিনিময়ের ঘটনা ঘটে। লেবাননের টিভি এমটিভি বন্দি বিনিময়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
আইএস এর প্রতিষ্ঠাতা বাগদাদীর প্রাক্তন স্ত্রী “আল-দুলাইমি” গত বছর তার বর্তমান স্বামীসহ অবৈধভাবে লেবাননে প্রবেশ করে এবং পুলিশের হাতে ধরা পড়ে। অন্যদিকে নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেট লেবাননের ২৯ জন অপহরণ করে। অপহৃতদের মধ্যে সৈন্য ও পুলিশ বাহিনীর লোকজন ছিল। অপহরণের শিকার ৪ জনকে হত্যা করে নুসরা ফ্রন্ট।