বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ডিসি-ডিএম সম্মেলন শুরু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ডিসি-ডিএম সম্মেলন-২০১৫ শুরু হয়েছে। স্থানীয় হোটেল গ্র্যান্ড সুলতান টি-রিসোর্ট এন্ড গলফ-এ রোববার (২৯ নভেম্বর) সম্মেলনে দু’দেশের স্বার্থ সংশিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনে মৌলভীবাজারের কুলাউড়ার শাহবাজপুর থেকে ভারতের করিমগঞ্জে রেলযোগাযোগ, সীমান্ত হাট চালু, সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়। বন্যা নিয়ন্ত্রণ ও সীমান্ত এলাকার নদীপাড় সংরক্ষণ, দু’দেশের সংস্কৃতি ও ক্রীড়া বিনিময়, সাজা শেষ হওয়া জেলবন্দীদের বিনিময় ইত্যাদি বিষয় আলোচনায় গুরুত্বের সাথে উঠে আসে। বাংলাদেশের পক্ষে ১৩ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দিচ্ছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: কামরুল হাসান। ভারতের পক্ষে ৮ সদস্য দলের নেতৃত্ব দিচ্ছেন কাচাড় জেলার জেলা ম্যাজিস্ট্র্যেট শ্রী এস বিশ্বনাথ। কাঁচাড়ের পুলিশ সুপার রাজিভর সিংহ, কমান্ড্যান্ট অফিসার সঞ্জিব যোশী, কাঁচাড়ের ডেপুটি কমিশনার জে. বিশ্বাস, করিমগঞ্জের পুলিশ কমিশনার প্রদীপ রঞ্জন কর, শিলচরের এডিসি এনকে দাশ প্রমুখ। সম্মেলনে দু’দেশের প্রশাসন, পুলিশ, বিজিবি ও বিএসফের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী ডিসি-ডিএম সম্মেলনের শেষ দিনে দু’দেশের যৌথ সংবাদ সম্মেলনের কথা রয়েছে।