জাপান উপকূলে লাশভর্তি সন্দেহজনক ট্রলার
ডেস্ক রির্পোট: জাপানের সমুদ্র উপকূলে দেশটির কোস্টগার্ড প্রায় ১২ টি ট্রলার খুঁজে পেয়েছে যেগুলোর কয়েকটির উপরে গলিত লাশ পড়ে থাকতে দেখা যায়। কর্মকর্তারা ধারণা করছেন, নৌকাগুলো উত্তর কোরিয়ার হতে পারে। একজন কোস্টগার্ড কর্মকর্তা বলেন, গত অক্টোবর এবং নভেম্বর মাসে কমপক্ষে ১১টি কাঠের বক্স পাওয়া গিয়েছে যেগুলোর বেশ কয়েকটি ছিল দুমড়ানো-মোচড়ানো। এসব বক্সে ২০টি গলিত লাশ পাওয়া গিয়েছে।
লাশগুলো সনাক্ত করার জন্য তদন্ত চলছে। তবে কর্মকর্তারা ধারণা করছেন, লাশগুলো উত্তর কোরিয়ার জেলেদের। গত কয়েকমাসে উত্তর কোরিয়ার বেশকিছু মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে হারিয়ে গিয়েছে। প্রধানত উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে এবং জিপিএস সুবিধা না থাকার কারণে এসব ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি। কর্মকর্তারা ধারণা করছেন, এসব হতভাগ্য জেলে খাদ্য ও সুপেয় পানির অভাবেই মৃত্যুবরণ করে থাকতে পারে। সূত্র: এএফপি