যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ক্লিনিকে গুলি, নিহত ৩
ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি ক্লিনিকে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে বন্দুকধারীরা। আহত হয়েছেন কমপক্ষে ৯জন। স্থানীয় সময় শুক্রবারে আকস্মিক এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারী ওই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য। এছাড়া পুলিশের ৫ কর্মকর্তা আহত হয়েছেন। কী কারণে এই হামলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই ক্লিনিকে জন্ম নিয়ন্ত্রণে গর্ভপাত করা হত।
শুক্রবার ওই অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিং শহরের ‘প্লানড প্যারেন্টহুড’ নামের এক ক্লিনিকে হামলা চালায় এক বন্দুকধারী। ওই হামলায় এক পুলিশ এবং দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১১ জন। এদের মধ্যে পাঁচজন পুলিশ রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এছাড়া কি কারণে ওই হামলা চালানো হয়েছিল তাও জানা যায়নি।