টিবি গেইটে নিজ দলের ক্যাডারদের হামলায় ছাত্রলীগের ৪ কর্মী আহত
ডেস্ক রিপোর্টঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর টিবি গেইটে নিজ দলের ক্যাডারদের হামলায় ছাত্রলীগের চারকর্মী আহত হয়েছেন। আহত সবাই ছাত্রলীগের টিলাগড় ছয়েফ গ্রুপের কর্মী বলে জানা গেছে।
শুক্রবার রাতে পৌণে ৮ টার দিকে নগরীর শাহী ঈদগাহ টিবিগেইট এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে খরাদিপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে ফাহিমের (১৮) পেটে চুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আহত অন্যরা হলেন খাদিমপাড়া এলাকার ইলিয়াসের ছেলে রাজু (১৭), শাহী ঈদগাহ এলাকার সৈয়দ আলী জাহানের ছেলে শাহীদ (১৮) ও টিবিগেইট এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে টিটু (১৮)। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।