বিশ্বনাথে জানাযার পূর্বে জেগে উঠলেন মৃত ব্যক্তি!
নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বনাথে জানাযার নামাজের পূর্বে জেগে উঠেছেন কুতুব উদ্দিন (৬০) নামের এক ব্যক্তি এমন চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। অতপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতই ঘোষণা করেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়া গ্রামের কুতুব উদ্দিন (৬০) দীর্ঘদিন অসুস্থতায় ভোগছিলেন। শুক্রবার ভোর ৪টায় তিনি ইন্তেকাল করেন। এরপর নিজ গ্রামসহ আশপাশ গ্রামের মসজিদের মাইকে ইন্তেকালের সংবাদ প্রচার করা হয়। জানাযার নামাজ নির্ধারন কর হয় শুক্রবার বেলা ২টায়। সকাল ১০টায় মৃত ব্যক্তিকে গোসল দিয়ে কাপনের কাপড় পরিধান করিয়ে করারে রাখা হয়। দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। খুড়া হয় কবর। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জানাযার নামাজের জন্য জমায়েত হতে থাকেন। কিন্ত জানাযার নামাজের পূর্বে স্বজনরা দেখতে পান মৃত কুতুব উদ্দিন নড়াচড়া করছেন। এসময় তারা স্থানীয় সামছুদ্দিন নামের এক চিকিৎসককে সংবাদ দিলে তিনি উপস্থিত হয়ে লাশ দেখে বলেন মৃত ব্যক্তি এখনো জীবিত আছেন। তখন ঐ চিকিৎসক মৃত ব্যক্তিকে দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিলে উপস্থিত সকলের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। ফলে পূর্বের নির্ধারিত সময়ে জানাযার নামাজ পড়া হয়নি। অনেককেই জানাযায় অংশ নিতে এসে ফিরে যেতে হয়। একপর্যায়ে মৃত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতই ঘোষণা করেন। এরপর মৃত ব্যক্তিকে বাড়িতে এনে বিকেল সাড়ে ৪টায় জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয় বলে জানা গেছে।