গ্রাহকের প্রশ্নের উত্তর দেবেন ব্যাংককর্তা
ডেস্ক রির্পোট: নিয়ম নীতির চৌহদ্দি পেরিয়ে গ্রাহকরা কখনও ব্যাংক কর্তার সাক্ষাত পান না। তবে এবার বাংলাদেশ ব্যাংক ঘুচিয়ে দিচ্ছে সেই দূরত্ব। অন্তত ১০টি তফসিলী ব্যাংকের প্রধান নির্বাহীরা গ্রাহকের মুখোমুখি হবেন, উত্তর দেবেন যাবতীয় প্রশ্নের।শুক্রবার রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে এ দুর্লভ সমাবেশের। উপলক্ষ একটাই ব্যাংকিং মেলা।কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলার চতুর্থ দিনে ব্যাংক-গ্রাহক প্রশ্নোত্তর পর্ব শুরু হবে ঠিক পৌনে তিনটায়। এ অনুষ্ঠান সবার জন্য উন্মক্ত থাকবে।তবে কোন কোন ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত থাকবেন তা জানানো হয়নি।