রাতে ২০ দলের সঙ্গে বসছেন খালেদা
ডেস্ক রির্পোট: ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বৈঠক করবেন জোট নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।এদিন রাত ৯টায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।এ বিষয়ে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বাংলানিউজকে জানান, তারা বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন। এতে যোগ দেবেন বলে জানান তিনি।দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের করণীয় নির্ধারণের জন্যই জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা জিয়া।একই উদ্দেশ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকায় অবস্থানরত শীর্ষ নেতাদের সঙ্গে বুধবার (২৫ নভেম্বর) রাতে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন।ওই বৈঠক শেষে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের জানান, পৌর নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি। মনোনয়নপত্র দাখিলের আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে খালেদা জিয়া নিজেই মিডিয়াকে জানাবেন।ব্যক্তিগত সফর শেষে ২১ নভেম্বর লন্ডন থেকে দেশে ফিরে ২৪ নভেম্বর প্রথম অফিস করেন খালেদা জিয়া। ২৫ নভেম্বর দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর বসছেন জোট নেতাদের সঙ্গে।