ছাত্রলীগকে চ্যালেঞ্জ, গাজীপুরে যাবেন খালেদা

Khaleda Ziaসুরমা টাইমস ডেস্কঃ ছাত্রলীগের কোনো হুমকি ধামকিকে কেয়ার করেন না খালেদা জিয়া। আগামী ২৭ ডিসেম্বর গাজীপুর সমাবেশে যাবেন তিনি।
বুধবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়া গুলশানে রাজনৈতিক কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে গাজীপুরের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। এসময় জনসভায় যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, সব বাধা উপক্ষো করে আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে ২০ দলীয় জোটের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারপরসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। বদরে আলম সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ওইদিন দুপুর ২টায় গুলশানের বাসভবন থেকে বিএনপি চেয়ারপারসন গাজীপুরের উদ্দেশে রওনা হবেন। উল্লেখ্য, দুপুরে বিএনপির মিছিলে হামলা করে ছাত্রলীগ। এসময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনার পর বিএনপি নেতাকর্মীদের রোষানলে পড়েন আওয়ামী লীগ এমপি ছবি বিশ্বাস।
এরপর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘তিনদিনের মধ্যে ছবি বিশ্বাসের উপর হামলার জবাব দিব। ডাক্তার বলছিলো আরও কয়টাদিন থাকতে আর থাকতে পারলামনা কুকুরদের ঘেউ ঘেউ এর কারনে। ন্যাড়ী কুত্তার মতো পিটামু বি এন পি র বড় নেতাদের।’
এদিকে কলেজ কর্তৃপক্ষ সমাবেশের অনুমতি দিয়েছে বলে জানিয়েছে বিএনপি। এর আগে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, গাজীপুরে ২০ দলের সমাবেশ হবেই।
ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী গাজীপুর থেকে ফিরে আসার পর থেকেই সেখানে তাণ্ডব শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর সেখানে জনসভার অনুমতি পেয়েছি। তারপরও সম্পূর্ণ অন্যায়ভাবে সেখানে মঞ্চ তৈরির জায়গায় হামলা চালানো হচ্ছে।
তিনি বলেন, ‘২০ দল গাজীপুরে সমাবেশ করবেই। এর জন্য কোনো সহিংসতা হলে এর দায় সরকারকে নিতে হবে।’