হোসেনি দালানসহ রাজধানীতে বিভিন্ন ঘটনায় ৫ জেএমবি সদস্য আটক
ডেস্ক রির্পোটার: রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানের সামনে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলাসহ আশুলিয়া ও গাবতলী চেকপোস্টে পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচ জেমএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাতে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মাসরুকুর রহমান খালিদ বাংলানিউজকে বিষয়টি জানান।আটক জেএমবি সদস্যরা হলেন-চাঁন মিয়া, ওমর ফারুক, জালাল, তারি আহসান ও কবির হোসেন।গত ২২ অক্টোবর মধ্যরাতে হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পরপর তিনটি বোমা বিস্ফোরিত হয়। পরে আরও দুটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সঞ্জু নামে একজনের মৃত্যু হয়। আহত হয় শতাধিক। পরে জামাল নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পরবর্তীতে চকবাজার থানায় একটি মামলা করে পুলিশ।