মৌলভীবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের সভা
মেৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রেজিঃ নং বাঃজাঃফেঃ-০৫ এর ত্রয়োদশ জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫-এর উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়। গতকাল সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামাল। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও জেলা রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ। সভায় আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ত্রয়োদশ জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে হোটেল শ্রমিক ইউনিয়নের ২৫ জন প্রতিনিধির অংশ গ্রহণ করা ও প্রচার তৎপরতা চালানোর জন্য একটি টিম গঠন করা হয়। উল্লেখ্য আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রেজিঃ নং বাঃজাঃফেঃ-০৫ এর ত্রয়োদশ জাতীয় সম্মেলন ঢাকার মতিঝিলস্থ এজিবি কলোনী অডিটরিয়ামে অনুষ্টিত হবে । উক্ত সম্মেলন উদ্বোধন করবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সভাপতি প্রবীণ রাজনীতিবিদ জননেতা ডা. এম এ করিম।হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর মোঃ জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, কিসমত মিয়া ও মোঃ জসিম উদ্দিন প্রমূখ। সভায় গত ২৭ অক্টোবর ঘরোয়া হোটেলের মালিক আরিফুল ইসলাম সোহেল ১৬ বছরের কিশোর শ্রমিক রিয়াদকে সারাদিন নির্মমভাবে নির্যাতন করে গভীর রাতে ঠান্ডা মাথায় গুলি করে খুন প্রায় এক মাস হতে চললেও পুলিশ এখনও খুনীকে গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়। কিশোর হোটেল শ্রমিক রিয়াদের খুনীকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে আগামী ২৯ নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র ও শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।