কমলগঞ্জে মণিপুরী রাসলীলা ও রাখাল নৃত্য অনুষ্টিত
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ কার্তিকের পূর্ণিমা তিথিতে কঠোর নিরাপত্তা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৫ শে নভেম্বর বুধবার সকাল থেকে শুরু হয় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরী সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব মহারাসলীলা। আজ বৃহস্পতিবার ঊষা লগ্নে সূর্যোদয়ের সাথে সাথে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। মণিপুরী সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসব উপলক্ষে উভয় স্থানে বসেছিল রকমারি আয়োজনে বিশাল মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশী-বিদেশী পর্যটকের ঢল নেমেছিল। কমলগঞ্জ উপজেলার মাধবপুর(শিববাজার) জোড়ামন্ডপ প্রাঙ্গনে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা ১৭৩তম বার্ষিকী ও রাসোৎসব ২০১৫ উদযাপন পরিষদের উদ্যোগে আদমপুর বাজারে সানা ঠাকুর মন্ডপ প্রাঙ্গন ও তেতইগাঁও মনিপুরী কালচারেল একাডেমী প্রাঙ্গনে মৈতৈ মণিপুরী সম্প্রদায় ৩০তম রাস উৎসব ্পলক্ষ্যে বিভিন্ন œ কর্মসূচী গ্রহণ করেছিল।মাধবপুর জোড়ামন্ডপ প্রাঙ্গণে বুধবার সকাল ১১টা থেকে গোধূলীলগ্ন পর্যন্ত ছিল রাখাল নৃত্য (গোষ্ঠলীলা), সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। রাত ১০ টা থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ।
অপরদিকে রাসোৎসব ২০১৫ উদযাপন পরিষদের উদ্যোগে আদমপুর বাজারে সানা ঠাকুর মন্ডপ প্রাঙ্গনে ও তেতইগাঁও মনিপুরী কালচারেল একাডেমী প্রাঙ্গনে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের ৩০তম রাস উৎসবে কর্মসূচীর মধ্যে ছিল সকাল ১০ টায় রাখাল নৃত্য, বিকাল ৫টা ১০ মিনিটে আলোচনা সভা ও সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১১ টায় রাসনৃত্য। প্রতি বছরের ন্যায় এবারও জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মাহরাসলীলা উৎসব। উপজেলার মনিপুরী সম্প্রদায়ের লোকের সঙ্গে অন্য সম্প্রদায়ের লোকেরাও মেতে ওঠে একদিনের এ আনন্দ উৎসবে।