কুলাউড়ায় জাপার মেয়র প্রার্থী মুহিবুর রহমান
কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী পদে পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ মুহিবুর রহমান মাস্টার লালকে দলীয়ভাবে প্রতিদ্বন্দিতার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কুলাউড়া উপজেলা ও পৌর জাপার যৌথ উদ্যোগে ২২ নভেম্বর রোববার কুলাউড়া পাবলিক লাইব্রেরীতে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্টিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম লুৎফুল হকের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির আহ্বায়ক শেখ মোঃ আশরাফ উদ্দিন হিরোর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সম্পাদক সৈয়দ নুরুল হক, সাবেক সহ-সভাপতি মোঃ খুরশীদ উল্লাহ, জেলা যুগ্ম-সম্পাদক এডঃ মাহবুবুল আলম শামীম, জেলা যুব সংহতির আহ্বায়ক মুহিবুল কাদির চৌধুরী পিন্টু। বক্তব্য রাখেন উপজেলা কমিটির সম্পাদক মোঃ গিয়াস মিয়া, সিনিয়র সহ-সভাপতি এএসএম ছিদ্দিক আহমদ লোকমান, আজির মিয়া ও বশীর মিয়া, যুগ্ম-সম্পাদক মবশ্বির আলী ও হাজির আলী, পৌর জাতীয় পার্টির সম্পাদক আব্দুল বাছিত লেবু, জাপা নেতা আপ্তাব উদ্দিন, আকমল হোসেন, আব্দুল খালিক, আব্দুর রাজ্জাক, পাখি মিয়া মেম্বার, আব্দুল আহাদ, আব্দুছ ছালাম, আব্দুল মালিক প্রমুখ। এছাড়া সভায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে মুহিবুর রহমান মাস্টার লালকে নির্বাচিত করে পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।