জামায়াত কর্মী হাফিজ কাউসার-এর ইন্তেকালে সিলেট মহানগর জামায়াতের শোক
জামায়াত কর্মী নগরীর টিলাগড় খালাশী নিবাসী হাফিজ কাউসার আহমদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন…) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান।
প্রবীন জামায়াত কর্মী হাফিজ কাউসার-এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
সোমবার এক শোক বার্তায় সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ বলেন, হাফিজ কাউসারের ইন্তেকালে একজন ইসলামী আন্দোলনের কর্মীর মৃত্যু হল যা সহজে পুরন হবার নয়। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন । আমীন।