বিপিএলের ২টি ম্যাচ আজ
সুরমা টাইমস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের দ্বিতীয় দিনেও চারটি দল নামবে মাঠের লড়াইয়ে।মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে নামবে চিটাগাং ভাইকিংস ও সিলেট সুপার স্টার্স। একই মাঠে সন্ধ্যা পৌনে ৭টার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও বরিশাল বুলস।ইতোমধ্যে চিটাগাং ভাইকিংস রংপুরের বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচটি হেরেছে। যদিও এখান থেকে ইতিবাচক শিক্ষা নিতে চান চিটাগাংয়ের অধিনায়ক তামিম ইকবাল। রবিবার ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘খুব পরিকল্পনা করে অনেক কিছু পরিবর্তন করতে হবে সেরকম কিছু না। আজকে (রবিবার) যেভাবে খেলেছি আগামীকাল (সোমবার) সেভাবেই খেলব। যেগুলো আজকের ম্যাচে আমাদের পক্ষে আসেনি সেগুলো পরবর্তী ম্যাচে পক্ষে আসতে পারে। যত কম ভুল করা যায় সেইদিকেই মনোযোগি থাকতে হবে আমাদের।’অন্যদিকে ইনজুরিতে জর্জরিত সিলেট সুপা স্টার্স।সেরা কম্বিনেশন সাজাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। রবিবার সকালে মিরপুর একাডেমিতে অনুশীলন শেষে সিলেটের কোচ সারোয়ার ইমরান বলেন, ‘ইনজুরির কারণে কিছুটা সমস্যা হচ্ছে কম্বিনেশন সাজাতে। আশা করি ম্যাচের আগে আমরা আমাদের সেরা কম্বিনেশন সাজিয়ে নিতে পারবো। আর টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে ওইভাবে পরিকল্পনা করে কিছু হয় না। দুই-এক ওভারে ম্যাচ ঘুরে যেতে পারে। এজন্য আমরা সতর্ক আছি, যেন আমরা প্রতিটা পর্যায়ে প্রতিটা বল সতর্ক ভাবে খেলতে পারি।’রংপুর রাইর্ডাস প্রথম ম্যাচটি চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে। ওই ম্যাচে খুব কঠিন সময়ে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন মিসবাহ-উল হক ও থিসারা পেরেরা ও ড্যারেন স্যামি। সোমবার দলটির দ্বিতীয় ম্যাচ রয়েছে বরিশাল বুলসের বিপক্ষে। সন্ধ্যা পৌনে ৭টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হবে ম্যাচটি। এই ম্যাচ নিয়েও আশাবাদী রবিবারের ম্যাচের নায়ক মিসবাহ-উল-হক।তবে ছেড়ে কথা বলবে না বরিশাল বুলস। বরিশাল বুলসের ওপেনরা শাহরিয়ার নাফিস জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান বলে জানান রবিবার অনুশীলন শেষে। তিনি বলেন, ‘প্রথম ম্যাচটি আমরা জয় দিয়ে শুরু করতে চাই। ভালো শুরু করলেমুহূর্তটা নিজের করে নেওয়া সহজ হয়। প্রথম ম্যাচটি ভালোভাবে জিততে পারলে পরের ম্যাচগুলোতেও ভালো রেজাল্ট করা সহজ হবে।