কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল থেকে ভারত যাচ্ছেন আরও ৭২ বাসিন্দা
সুরমা টাইমস ডেস্কঃ আর অল্প কিছুক্ষণের মধ্যে ভারত যাচ্ছেন কুড়িগ্রামের অভ্যন্তরে সদ্য বিলুপ্ত ১২ টি ছিট মহলের মধ্যে ২টি ছিটমহলের ১৬ পরিবারের ৭২ জন বাসিন্দা।
এ বাসিন্দা হলেন, ফুলবাড়ী উপজেলার ১০ পরিবারের ৪৯ জন ও ভুরুঙ্গামারী উপজেলার ৬ পরিবার ২৩ জন রয়েছেন। ইতিমধ্যেই ভারতে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা।
জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্ত দিয়ে ভারতে যাবেন এবং ভারতের নাগরিকত্ব নেয়া এসব বাসিন্দাদের ভারত গমন নির্বিঘœ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা ও জেলা প্রশাসন ।
জানা যায়, জেলার অভ্যন্তরে ১২ টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে শুধু মাত্র ২টি ছিটমহলের ৬৭ পরিবারের ২৬৫ জন বাসিন্দা ভারতে নাগরিকত্ব নিয়ে ভারতে যেতে প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে প্রথম দফা ভারত যাবেন ২২ নভেম্বর ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ার ১০ পরিবারের ৪৯ জন ও ভুরুঙ্গামারী উপজেলার গাড়োলঝাড় সাবেক ছিটের ৬ পরিবারের ২৩ জন। এর মধ্যে ৪টি হিন্দু ও ৬টি মুসলিম পরিবার রয়েছে। এরা সবাই ভারতের দিনহাটা থানার কৃষি মেলায় থাকার ঘর পাচ্ছেন।
দ্বিতীয় দফায় ২৪ নভেম্বর ভারতে যাবেন দাসিয়ারছড়ার ৩০ পরিবারের ১১৫ জন ও তৃতীয় দফায় ২৬ নভেম্বর ভারত যাবেন দাসিয়ার ছড়ার ২৭ পরিবারের ৭৮ জন। জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, কুড়িগ্রামের অভ্যন্তরে বিলুপ্ত ১২টি ছিটের ৩০৫ জন বাসিন্দা প্রথম অবস্থায় ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত ভারতে যাচ্ছেন শুধু দুইটি ছিটমহলের ২৬৫ জন। এসব বাসিন্দাদের নির্বিঘ্নে ভারত গমনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এর আনুষ্ঠানিকতা শুরু হবে।