দিরাইয়ে ২৬ ক্যাডার নন ক্যাডার সমন্বয় কমিটির সাংবাদিকদের সাথে মতবিনিময়

জুবের সরদার দিগন্ত, দিরাইয়ে প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কমিটি তাদের ৬ দফা দাবীর যৌক্তিকতা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার বেলা ৩টা দিরাই উপজেলা কৃষি প্রশিক্ষণ ভবনে সমন্বয় কমিটির সভাপতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডঃ খালেদ কনকের সভাপতিত্বে ও কমিটির প্রচার সম্পাদক উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসীম সরকারের পরিচালনায় তাদের ৬ দফা দাবীর যৌক্তিকতা ও এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে কি কি সমস্যা প্রশাসনে সৃষ্টি হবে তা বিস্তারিত লিখিত বক্তব্যে তুলে ধরেন কমিটির সহ সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন বাংলাদেশ সিভিল সার্ভিস জ্যেষ্ঠতার সার্ভিস বিধিমালা ১৯৮৩ এর বিধি ৩ (ই) উপঅনুচ্ছেদ অনুসারে ক্যাডার সর্বনিম্ন পদে নিয়োগের তারিখ থেকে পারষ্পারিক জ্যেষ্ঠতার হিসাব করা হয়। অনেক উপজেলায় কর্মরত সিনিয়র মৎস্য, উপজেলা কৃষি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার তুলনায় জ্যেষ্ঠ বিধায় তার তদারকিতে স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করা অস্বস্তিকর, বিড়ম্বনামূলক, অপমানজনক ও বিধিপরিপন্থী। এ ছাড়া উক্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণের তো হবেই না বরং সরকারের বিভিন্ন মন্ত্রনালয় অধিদপ্তর কর্তৃক কারিগরি ক্যাডার কর্মকর্তাগণের উপর অকারিগরি খবরদারি বাড়বে যা প্রযুক্তি বান্ধব সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়া ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টির করবে। কর্মকর্তাগণ গ্রেড ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সহ সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী, সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সুমিত পুরকায়স্থ, সহ সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভাস্কার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম,পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা পাবেল কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, সহ সভাপতি জুবের সরদার দিগন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, আব্দুল বাছির, ইমরান হোসাইন, আবু হানিফ চৌধুরী প্রমুখ।