বিয়ানীবাজারে ৮ বছরের শিশুকে বলাৎকার
সুরমা টাইমস ডেস্কঃ বিয়ানীবাজারে ৮ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। জানা যায়, গত ১৬ নভেম্বর সোমাবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার ফেনগ্রামে বাবুল আহমদের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলে শিশু (৮) স্থানীয় সরফ উদ্দিনের পুত্র সাদেক আহমদ (২১) এর দোকানে বিস্কিট কিনতে যায়। ওই দোকানী শিশুর হাত থেকে বিস্কিট কেড়ে নিয়ে জোরপূর্বক তার বসত ঘরের ভিতরে টেনে নিয়ে যায় এবং শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে। ওই শিশু বিষয়টি বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরে শিশুটির পিতা বাবুল আহমদ জানতে পারেন। তৃতীয় শ্রেণীর ওই ছাত্রকে এই জগন্য কাজ করায় শিশুর পিতা ফেনগ্রাম প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট বিচার প্রার্থী হন।
বিষয়টি নিষ্পত্তি করার জন্য ফেনগ্রাম প্রাইমারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোনা মিয়া ও সেক্রেটারি জয়নুল ইয়ালাম রফিক শিশুটির পিতা বাবুল আহমদের কাছে যান। সালিশ কমিটি ভিকটিমের বাবাকে বলেন, সে যেভাবে বলবে সেই ভাবে বিচার করা হবে। ওই সময় শিশুটির পিতা সাদেককে জুতা দিয়ে পিটতে বলেন। কিন্তু, ওই সময় সালিশরা সাদেককে শিশুটির পিতার নিকট ক্ষমা চাইতে বলেন। কিন্তু বাবুল আহমদ এ বিচারে সন্তুষ্ট হন নি। স্কুল কমিটির সভাপতি সোনা মিয়া জানান, আমরা বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছি। অন্যদিকে, মূল ঘটনাকারী সাদেকের মোবাইলে ফোন দিলে সে সাদেক নয় বলে জানায়। বলাৎকারকারী সাদেক শিশুটির পিতাকে থানা পুলিশ গেলে দেখে নেয়ার হুমকি দেয়।