কুলাউড়ায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধার মৃত্যু
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল চাপায় ছনই আক্তার (৭৫) নামক এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাস্টারের দোকান নামক স্থানে এঘটনাটি ঘটেছে। সে গাজীপুর বস্তি এলাকার আহমদ আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে গেছে, উপজেলার কুলাউড়া-গাজীপুর সড়কের মাস্টারের দোকান নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ছনই আক্তারকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। কুলাউড়া থানার এসআই জহির জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।