মৌলভীবাজারে স্বামীর হাতে স্ত্রী খুন
কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারে সদর উপজেলায় রোজিনা বেগম (২৯) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কুয়েত প্রবাসী হেলাল মিয়ার (৪০) বিরুদ্ধে। রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
রোজিনার ভাই কামরুল সংবাদ মাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে শাশুড়ি ও ননদের সঙ্গে মনোমালিন্য চলছিল রোজিনার। রোববার দিবাগত রাতে তার স্বামী ও পরিবারের লোকজন মিলে রোজিনাকে গলাটিপে হত্যা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের জন্য রোজিনার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্বামী হেলাল মিয়াকে আটক করেছে পুলিশ।