প্রকাশকদের সবক দিলো আনসার আল ইসলাম!

ansar al islamসুরমা টাইমস ডেস্কঃ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হিটলিস্টের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ব্যক্তি বিশেষের নাম আলাদাভাবে প্রকাশ করা হয়নি।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা জানায়। আনসার আল ইসলাম ভারতীয় উপমহাদেশের মুখপাত্র মুফতি আবদুল্লাহ আশরাফের নাম বিবৃতিতে ব্যবহার করা হয়েছে।

বিবৃতিতে প্রকাশকরা বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা মেনে, যাচাই-বাছাই করে তা ছাপাবেন বলে আশাবাদ ব্যক্ত করে।

বিবৃতিতে বলা হয়েছে, জানা গেছে- প্রকাশকরা ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে; ধর্মের নামে কোনো মন্তব্যযুক্ত বিষয়ে তারা বই প্রকাশ করবেন না। এমন বই তারা প্রকাশ করবেন না যাতে দ্বীন ও শরিয়ার বিরুদ্ধে যায়। তাদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন। এটি যদি করা হয় তবে আনসার আল ইসলামও তা মেনে নেবে।

বিবৃতিতে এটাও জানানো হয় যে, এসব বিষয়ে কোনো সন্দেহ বা সংশয়ের সৃষ্টি হলে ইসলাম বিষয়ে যারা জ্ঞান রাখেন তাদের পরামর্শ নিতে হবে।