ঝালকাঠিতে বেতন বৈষম্যের প্রতিবাদ ও চাকুরির নিশ্চয়তা প্রদানসহ পাঁচদফা দাবিতে মানববন্ধন
মোঃ আল-আমিন, ঝালকাঠিঃ-বেতন বৈষম্যের প্রতিবাদ ও চাকুরির নিশ্চয়তা প্রদানসহ পাঁচদফা দাবি আদায়ের লক্ষে ঝালকাঠিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখা। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার নেতা নজরুল ইসলাম, জাফর হোসেন, এস এম মামুন, কামরুজ্জামান মোল্লা, কিরণ ও সাইফুর রহমান। এসময় বক্তারা বলেন, সরকার নির্ধারিত বেতন কাঠামোর সাথে তাদের বেতন বৈষম্য দূর করতে হবে। তাদের চাকুরির নিশ্চয়তা প্রদান করে সাপ্তাহিত ছুটিসহ জাতীয় সকল ছুটি প্রদানের বিধান করার দাবি জানান তারা।পরে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ।