জবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, তিনজনের কারাদণ্ড

100172_jnuসুরমা টাইমস ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকাল ৩টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কিছু পরেই তিনজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করলে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ইসলামকে এক বছর, একই ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ঢাকা ‘ল’ কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসানকে দুই বছর এবং ভর্তি পরীক্ষার্থী মোকামউদ্দিন কাজীকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। উল্লেখ্য, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে দুই পরীক্ষার্থী এবং এক সহযোগীকে দুই বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মুঠোফোন থেকেও প্রশ্নোত্তর পাওয়া যায়।