জাফলংয়ে স্কুলছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ (ভিডিও)
সুরমা টাইমস ডেস্কঃ জাফলংয়ে গত রোজার ঈদে একটি মেয়েকে জোর করে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ওই এলাকারই বখাটে সাইদুর রহমান। এরপর হত্যার হুমকি দেখিয়ে পাথর শ্রমিক বাবা-মাসহ গোটা পরিবারকে বাড়ি ছাড়াও করা হয়েছে। চলতি জেএসসি পরীক্ষার প্রথম দিন এলাকায় গিয়ে পরীক্ষা দিলেও হুমকির কারণে বাকি পরীক্ষা দিতে পারছেনা ঐ কিশোরী। এমনই অভিযোগ করেছে ওই কিশোরীর পরিবার। এখন পরিবারসহ আশ্রয় নিয়েছে সিলেট সদর উপজেলায় চাচার বাসায়। বেসরকারী টেলিভিশন সময় টিভির এক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে। সবাই পরীক্ষা দিতে পারলেও ওই কিশোরী পরীক্ষা দিতে পারছে না। পরীক্ষা দেয়া তো দূরের কথা এলাকায় পা দিলেই উঠিয়ে নিয়ে হত্যা করা হবে এমন হুমকিতে ওই কিশোরী এখন ঘরছাড়া। প্রতিবেদন থেকে জানা যায়, বেশ কিছুদিন আগে পাশের বাড়ির পুকুরে গোসল করতে গেলে মেয়েটিকে জোর করে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এক বখাটে। প্রভাবশালীরা সালিশের নামে বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু মেয়ের পরিবার আদালতে মামলা করায় বর্তমানে এই পরিণতি।
ঘটনার চারমাস চলে গেলেও কোন সুরাহা না হওয়ায় গত ২৭ অক্টোবর আদালতে মামলা করে নির্যাতিতার পরিবার। আর এই মামলার কারণইে বখাটের পরিবার মেয়ে ও বাবা মাকে তুলে নিয়ে হত্যার হুমকি দেয়। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা সংবাদমাধ্যমকে জানান, আদালতের নির্দেশনা পেলেই অপরাধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।