বিশ্বম্ভরপুরে হাওরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির জীবিকা নিশ্চিত করন বিষয়ক মতবিনিময় সভা

unnamedপ্রতিনিধি,তাহিরপুরঃ বিশ্বম্ভরপুরের উপজেলায় এনজিও সংস্থা সিএনআরএস এর আয়োজনে হাওরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির জীবিকা নিশ্চিত করন ও হাওরাঞ্চলে সোয়া¤প ফরেস্ট রেস্টুরেশন ইন সুনামগঞ্জ ডিসট্রিক্ট জলজ বন পুণঃস্থাপন প্রকল্প ফেইস-৩ এর প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিএনআরএস এর টিমলিডার মোহাম্মদ সফিকুল ইসলামের সঞ্চলনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মমর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। এবং প্রধান অতিথি উপস্তিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। এসময় প্রকল্পের মূল লক্ষ্য হাওরাঞ্চলের জলজবন পূণঃ স্থাপন ও টেকসই সংরক্ষনের মাধ্যমে হাওরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির জীবিকা নিশ্চিত করা। ও সিএনআরএস এর পক্ষ থেকে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউপির জিরাগ তাহিরপুর ও উত্তর সাহাপুর হিজল করচ বাগানে চারা রোপন করে পূণঃস্থাপন করা হবে। এবং ৫ নভেম্বর থেকেই জিরাগ তাহিরপুর বাগানের ১০ একর ভূমিতে ৪৭৬০টি ও উত্তর সাহাপুর ১৫ একর ভূমিতে ৭১৪০টি হিজল করচ,ঁেবতের চারা রোপন করা হবে হচ্ছে বলে তার জানান। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, টাংগুয়ার হাওর প্রকল্প কো-অর্ডিনেটর মো.ইয়াহিয়া সাজ্জাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম ওয়ালিউল ইসলাম, সিএনআরএস এর ফিল্ড অফিসার মো.মাইনুল ইসলাম,ঘাগটিয়া রাবার ড্যাম সমবায় সমিতির সভাপতি আব্দুল গনি আনছারী,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, প্রকল্প এলাকার পক্ষে শেখ জুবায়ের ও ফরিদ মিয়া প্রমূখ। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিসহ প্রকল্প এলাকার প্রতিনিধিগন অংশগ্রহন করেন্।