সিলেট জেলা জাপা নেতা মাহমদ আলী আর নেই
সিলেট জেলা জাতীয় পার্টির নেতা, জালালপুর ইউনিয়ন সভাপতি মাহমদ আলী গেদন মিয়া (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার বাদ আছর জালালপুরের কাদিপুর জামিয়া মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মাহমদ আলী গেদন মিয়া মঙ্গলবার রাত ৩টা ৩৫ মিনিটে প্রবীন এ রাজনীতিবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মাহমদ আলীর স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
মঙ্গলবার মরহুমের জানাজার নামাজে অংশ নেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. সুলায়মান হোসেন, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উছমান আলী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব মঈন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ চৌধুরী, জাপা নেতা দৌলা মিয়া, কয়েস আহমদ, ফয়েজ আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় পার্টির প্রবীণ নেতা মাহমদ আলী গেদনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়কারী এটিইউ তাজ রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মালেক খান, আহসান হাবিব মঈন, এডভোকেট আব্দুর রহমান, আব্দুল মজিদ সরকার, জাপা নেতা বাশির আহমদ, নাজমুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ মঙ্গলবার এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।বিজ্ঞপ্তি