পৌর মেয়র পাপলুর ভাইয়ের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Jharu misil paplyগোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জাকারিয়া আহমদ পাপলুর ভাই আব্দুল আহাদ বাবলুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল দিয়েছে বাঘা ইউপির লালনগর ও পৌরসভার সরস্বতী গ্রামের ৩শতাধীক জনতা।শনিবার সন্ধায় গোলাপগঞ্জ বাজারে এই ঝাড়ু মিছিল দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বাবলুর সহযোগী বাঘা ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য সেবুল আহমদ মেম্বারসহ কয়েকজন মিলে বাঘা ইউনিয়নের লালনগর গ্রামের ইউপি সদস্য সুলেমান আহমদকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঝাড়ু মিছিল শেষে বাবলুর আস্তানা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বাবলু ও তার দলবল অবৈধভাবে সুরমা নদী থেকে বালু উত্তোলনে জড়িত। বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন দেখা দেওয়ায় গ্রামবাসীর সাথে বালু উত্তোলনের প্রতিবাদে সভায় অংশ নেয়ায় সুলেমােনর উপর ক্ষিপ্ত ছিল বাবলু বাহিনী।বাবলু বিরুদ্ধে গোলাপগঞ্জ চৌমুহনীতে জেলা পরিষদের যাত্রী ছাউনির একাংশ কয়েক বছর থেকে দখল করে আস্তানা বানানোর অভিযোগ রয়েছে।চলতি বছরের শুরুতে সিলেট জেলা প্রশাসন বাবলুর দখলকৃত জায়গা উদ্ধার করলে কদমতলী গডাউন রোডে নতুন আস্তানা গড়ে তুলে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাবলু বাহিনী পলাতক রয়েছে বলে জানাগেছে।এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান,অপহরণের খবর পেয়ে দুর্ভিত্তদের কাছ থেকে বাঘা ইউনিয়নের ইউপি সদস্য সুলেমান আহমদকে উদ্ধার করে উনার পরিবারের কাছে দেওয়া হয়েছে।তবে কে বা কারা এ অপহরণ ঘটনার সাথে জড়িত জানা যায়নি। ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।এ দিকে বাবলুর বাবলুর সাথে বার বার চেষ্টা করে যোগাযোগ করা যায়নি।