দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে : সুলতানা কামাল
সুরমা টাইমস ডেস্কঃ দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করেন আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের মাত্রা কমানোর জন্য যে সব উদ্যোগ বা কাজগুলো রয়েছে সেগুলো বজায় রাখতে হবে। কারণ মানবাধিকার সর্ম্পকে এখন সচেতনতা অনেক বেড়েছে।
আজ শুক্রবার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুইদিন ব্যাপী ১৭তম মানবাধিকার নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘নাটকে নাটকে হোক প্রতিবাদ’ এই স্লোগান নিয়ে দু’দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ নেত্রকোনা জেলা শাখা।
শুক্রবার বিকাল ৪ টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।
পরে উৎসব প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে মিলিত হয়। এরপর নৃত্য দিয়ে পরবর্তী আলোচনা, সন্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।