শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ দিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, গত শুক্রবার ঐ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে লিখিত পরীক্ষায় তৃতীয়স্থান অধিকারীকে মৌখিক পরীক্ষায় বেশি নাম্বার দিয়ে প্রথম বানিয়ে নিয়োগ কমিটি ফলাফল ঘোষনা করলে ৬জন পরীক্ষার্থী নিয়োগ কমিটির বিরুদ্ধে অনিয়ম ও অর্থ বানিজ্যোর অভিযোগ এনে স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারসহ বিভিন্ন সরকারী দপ্তরে লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে পরীক্ষার্থী গোলাম মাস্তফা রুমি বলেন, গত ২৪ এপ্রিল প্রথম দফা ঐ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় আমি প্রথম হলেও নিয়োগ কমিটির চাহিদানুযায়ী পাঁচ লক্ষ টাকা না দিতে পারায় কোনো কারন ছাড়াই সে পরীক্ষার ফলাফল বাতিল করে দেন নিয়োগ কমিটি। গত শুক্রবারের দ্বিতীয় দফা লিখিত পরীক্ষার তৃতীয়স্থান অধিকারীকে টাকার বিনিময়ে প্রথম বানিয়ে ফলাফল ঘোষনা করা হয়েছে। পরীক্ষার্থী লালবাশী দাস বলেন, শুক্রবারের পরীক্ষায় আমি লিখিত পরীক্ষায় প্রথম হলেও টাকার বিনিময়ে তৃতীয় স্থান অধিকারীকে মৌখিক পরীক্ষায় বেশি নাম্বার দিয়ে প্রথম বানানো হয়েছে। আমরা ৬জন পরীক্ষার্থী এ অনিয়ম তদন্তের জন্য স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। এরই প্রেক্ষিতে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।