হবিগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং মহা-সমাবেশ সফল করার লক্ষে মতবিনিময় সভা
এম এস জিলানী আখনজী:চুনারুঘাট প্রতিনিধি॥ চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন হল রুমে, পুলিশ’ই জনতা-হনতা’ই পুলিশ এ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার বিকাল ৪ঘটিকার সময়, আগামী ১২ই নভেম্বর হবিগঞ্জ জেলায় কমিউনিটি পুলিশিং মহা-সমাবেশ সফল করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন কমিনিটি পুলিশিং সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রিন্স। উক্ত সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং ইউনিট থানা সমন্বয় কমিটির আহবায়ক, উপজেলা আওয়ামীলিগ সভাপতি ও বিজ্ঞ পিপি এড: এম আকবর হোসেন জিতু। বিশেষঅতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বাইস-চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ ও উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিট থানা সমন্বয় কমিটির প্রদান অমূল্য কুমার চৌধুরী, কমিউনিটি পুলিশিং সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, হাছন আলী, অধ্যক্ষ আলাউদ্দিন, কমি: পুলি: ইউপি সহ-সভা: বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: রহমান আজাদ, রিফোটার্স ইউনিটি সভাপতি সাংবাদিক নুরুল আমিন ও ইউপি কমি: পুলি: এর সদস্য মিজানুর রহমান,শাহ্ আলম। উপস্থিত ছিলেন, সদস্য চাঁন মিয়া,রুবি চৌধুরী, আব্দুল্লা আল-মামুন, আলী রহমান। ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি ফজলুর রহ: আকল, দুলাল ভূইয়া, লিটন মিয়া, আজগর আলী মির, সোহেল কালাম চৌধুরী, সুদামা বর্মা, প্রকাশ কারিয়া, আইয়্যেুব আলী, মহিলা সদস্য আয়েশা আক্তার ও ববিতা কর্মকার সহ আহম্মদাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সকল সদস্য/সদস্যাবৃন্দ প্রমূক। সভায় সকল শ্রেণীর বক্তাগন বলেন, সুন্দর পরিবেশে ও স্বার্থক ভাবে যেন, আমরা আগামী ১২ই নভেম্বরের মহা সমাবেশকে সফল করতে পারি এ ব্যাপারে সফল করার লক্ষে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।