সাহিত্যিক শওকত সাদী ‘ইউনিসেফ মীনা মিডিয়া এ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন
ইউনিসেফ মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৫-এর সৃজনশীল শাখায় প্রকাশিত শিশু-কিশোরদের ‘বই’ শাখায় এবার প্রথম পুরস্কার পেয়েছে সাহিত্যিক শওকত সাদী’র বই ‘টুম্পার শহরে রোবট নিকোলাস’। পুরস্কারের মূল্যমান পঞ্চাশ হাজার টাকা। এছাড়া সাহিত্যিক শওকত সাদীর পুরস্কারের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছে ইউনিসেফ কর্তৃপক্ষ।
২০ অক্টোবর, ২০১৫ প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে জাকজমপূর্ণ পরিবেশ শওকত সাদীর হাতে প্রথম পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের সহকারি প্রতিনিধি সুলইস এমভনো উপস্থিত ছিলেন।