সিতারাম পূজা কমিটির সদস্যের উপর হামলায় মহানগর পূজা উদযাপন পরিষদের নিন্দা
শারদীয় দূর্গা পূজায় সিলেট মহানগরের ২৭নং ওয়ার্ডের পূজা মন্ডপ সিতারাম সংঘের পূজা কমিটির সদস্য অনিক ঘোষ ও নয়ন পাল এবং তাদের সহকর্মীবন্ধু সাকেরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। সিলেট মহানগর শাখার সভাপতি এড. বিমান চন্দ্র দাশ ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত এই ঘটনার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দূর্গাপূজা চলাকালীন সময়ে কিছু বখাটে যুবক পূণ্যার্থি মেয়েদের সাথে অশুভন আচরণের প্রতিবাদ করায় বিজয়া দশমির পরের দিন অনিক ঘোষ ও নয়ন পালের উপর হামলা চালায় কিছু বখাটে যুবক। তাদেরকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে সাকের নামে তাদের আরেক সহকর্মী আহত হয়। নেতৃবৃন্দ বলেন, এই ঘটনার প্রেক্ষিতে সিতারাম পূজা কমিটির পক্ষ থেকে সংঘের সভাপতি দক্ষিন সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৪৮৯৪(৪)১, তাং-২৫-১০-১৫ইং। নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে দুষিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা বলেন, সিলেট মহানগরীতে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা সুসম্পন্ন হয়েছে। প্রশাসন সহ দলমত নির্বিশেষে স্থানীয় জনগণ সার্বিক ভাবে প্রত্যেকটি এলাকায় সহযোগীতা করেছেন। কিন্তু সিতারাম পুজা কমিটির সদস্যের উপর হামলা অত্যন্ত নিন্দনিয়। তাই প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান।