পুরান ঢাকায় সিরিজ বোমা বিস্ফোরণ, নিহত ১, আহত শতাধিক
সুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানের সামনে কমপক্ষে ১৫টি ককটেল বিস্ফোরণের সানজু (১৮) নামে এব যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাত দেড়টার দিকে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- আবদুর রহিম (৩০), নাঈম হোসেন (৩৫), লাবনী আকতার (১৪), আয়শা আকতার (১২), সালাউদ্দিন (৪৫), তুহিন (১২), সুদীপ (২১), মাহবুবুর রহমান (২৬), রাকিব হোসেন (২৬) ও আয়াত উদ্দিন (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কে বা কারা এ সিরিজ ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে সেখানে থাকা লোকজনের মধ্যে শতাধিক জন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়। ককটেল বিস্ফোরণের সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইমরাম হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তাজিয়া মিছিল উপলক্ষে হোসনী দালানের সামনে রাতে সবাই জড়ো হয়। দেড়টার দিকে হঠাৎ পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় শতাধিক লোক আহত হয়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, আহতদের মধ্যে সানজু নামে এক যুবক রাত ৩টার দিকে মারা যায়। এ ছাড়া ১০ জনের অবস্থা গুরুতর। তাদের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। সবার চিকিৎসা চলছে।