পাথরের রাজস্ব মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ
সুরমা টাইমস ডেস্কঃ পাথরের রাজস্ব মূল্য (রয়্যালিটি) বৃদ্ধির প্রতিবাদে বিক্ষুব্দ ট্রাক শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক ৩ ঘন্টা অবরোধ করেছে। বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা ওই মহাসড়কের গুচ্ছগ্রাম নামক স্থানে এ অবরোধের ঘটনা ঘটে। এসময় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় জাফলংয়ে ঘুরতে আসা পর্যটকদের।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন জানান, সরকার সম্প্রতি পাথরের রাজস্ব মূল্য বর্গফুট প্রতি ১ টাকা ৯৬ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৮০ পয়সা নির্ধারণ করেছে। এর প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) ৩ ঘন্টা সড়ক অবরোধ করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ভূত পরিস্থিতিতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিনের আশ্বাসের প্রেক্ষিতে আগামী রবিবার পর্যন্ত কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে।
এদিকে সড়ক অবরোধের সময় ট্রাক শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা ট্রাক, ট্যাংক লরি, পিকআপ শ্রমিক ট্রেড ইউনিয়নের গোয়াইনঘাট উত্তরপূর্ব আঞ্চলিক কমিটির সভাপতি উস্তার মিয়া।
সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াছিন আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, ট্যাংক লরি, পিকআপ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাবেক সভাপতি আবু সরকার, বর্তমান সহ-সভাপতি হাসু মিয়া, সহ-সাধারণ সম্পাদক হিরা মিয়া, স্বপন আহমদ, জৈন্তাপুর শাখার সভাপতি নুরু মিয়া, সাধারণ সম্পাদক ইদন মিয়া, জাফলং শাখার সাবেক সভাপতি ফয়জুল ইসলাম প্রমুখ।
রয়েলিটি আদায়কারী গোয়াইনঘাট উপ-সহকারী ভুমি কর্মকর্তা আশফাক আহমেদ জানান, আগামী রবিবার পর্যন্ত পূর্বের ন্যায় ১.৯৬ টাকা হার রয়্যালিটি আদায় করা হবে।