চুনারুঘাট বাসুদেব বাড়ি পুজা মন্ড পরিদর্শন করলেন ডিআইজি মোঃ মিজানুর রহমান
চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ চুনারুঘাট বাসুদেব বাড়ি পুজা মন্ড পরিদর্শন কালে সিলেট বিভাগের ডিআইজি মোঃ মিজানুর রহমান বলেছেন, দেশের মধ্যে সিলেট বিভাগ অত্যান্ত আন্তরিক। এখানে সকল ধর্ম বর্ণের সম্প্রীতি রয়েছে। ফলে সকল ধর্মের লোকজনই এদের উৎসব বর্ণাঢ্য আয়োজনে পালন করতে পারেন। হবিগঞ্জ, শ্রীমঙ্গলে সিলেটের সবচেয়ে বড় ব্যয়বহুল শারদীয় দুর্গোৎসব পালন করা হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব স¤পন্ন হওয়ায় আইনশৃংখলা বাহিনীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। শারদীয় দুর্গোৎস উপলক্ষে গতকাল সন্ধ্যা ৭টায় বাসুদেব বাড়ি মন্দির ও পুজা মন্ডপ পরিদর্শন সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয়দেক কুমার ভদ্র, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী, চনারুঘাট সদর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট প্রেসকাব সভাপতি ও প্রথম সেবার স¤পাদক মোঃ কামরুল ইসলাম, সাংবদিক খন্দকার আলাউদ্দিন, পুজা উৎযাপন কমিটির সাধারণ স¤পাদক প্রনয় পাল, বাসুদেব বাড়ি কমিটির সাধারণ স¤পাদক মানবেন্দ্র দেব লিটন, সপির পাল, সজল গোপ, পরিতোষ দেব পুলো, তহিন দত্ত, মনি দেব নাথ, সঞ্জিত দেব, পিংকু, অনুপ দেব জুটন। এছাড়াও উপস্থিত ছিলেন সার্বজনীন কিশোর সংঘের সভাপতি অসিম দেব, সেক্রেটারী লিটন গোপ, তপু দত্ত, জুটন দেব, সুমন কর।