চৈতালী সংঘ’র পূজামন্ডপ পরিদর্শন
হিন্দু সম্পদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজার অষ্টমীতে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল চৈতালী পূজামন্ডপে চৈতালী সংঘ’র নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে পরিদর্শন করেন চৈতালী সংঘ’র সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সহ-সভাপতি গৌতম বণিক, বাবু পরিতোষ রায়, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মদন মোহন কর্মকার, সার্বিক তত্বাবধায়ক বাবু রনবী চক্রবতী, সদস্য বিদুৎ প্রভা রায়, অনন্ত সাহা, বৃত্ত সাহা প্রমুখ।