শুক্রবারে মুক্তি পাচ্ছে ভালবাসার গল্প (ভিডিও)
সুরমা টাইমস ডেস্কঃ বছরের আলোচিত ছবি পরিচালক অনন্য মামুনের ‘ভালোবাসার গল্প’ মুক্তি পেতে যাচ্ছে আসছে শুক্রবার, ২৩ অক্টোবর। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন ও নবাগত নায়িকা মুনিয়া আফরিন। সম্পূর্ণ মৌলিক গল্প অবলম্বনে ছবিটিতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক কায়েস আরজুকে।
`ভালবাসার গল্প’ সম্পর্কে মামুন বলেন, ‘একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করেছি। এখানে প্রেম আছে, জীবনের বাস্তবতা আছে। এরইমধ্যে ছবিটির প্রচারে আমরা কাজ শুরু করেছি দেশব্যাপি। দারুণ সাড়া পাচ্ছি। বিশেষ করে সোশাল মিডিয়াতে ছবিটি নিয়ে তরুণ প্রজন্মের দর্শকদের কাছে আগ্রহ সৃষ্টি হয়েছি। সবকিছু মিলিয়ে আশা করছি ভালো একটা কিছু হবে।’
পরিচালক আরো জানালেন, ‘এখন পর্যন্ত ৫১টি হলে ছবিটি মুক্তির ক্লিয়ারেন্স পেয়েছি, তবে এর সংখ্যা আরো বাড়বে।’
এস. এস মাল্টিমিডিয়া হাউজ প্রযোজিত এই চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন তানিয়া মির্জা, মিশা সওদাগর, ডন, মাশুক, মুনিরা মিঠু, অর্ণবসহ আরো অনেকে।
এটি অনন্য মামুনে পরিচালিত চতুর্থ চলচ্চিত্র। তবে ভালোবাসার গল্প দিয়ে ঢাকাই ছবিতে অভিষেক ঘটছে চিত্রনায়িকা মুনিয়া আফরিনের। নতুন মুখ মুনিয়া এই ছবি দিয়ে বাজিমাত করবেন, এবং চলচ্চিত্রের শিল্পী সংকটে নিজেকে সাফল্যের সাথে তুলে ধরবেন- এটাই প্রত্যাশা সবার।
দেখুন ছবিটির ট্রেলার :
https://www.youtube.com/watch?v=NI7_x8fmwqQ