মাধবপুরে বিয়ের আশ্বাস দিয়ে মুক্তিযোদ্ধার মেয়ের সর্বনাশ
সুরমা টাইমস ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক মুক্তিযোদ্ধার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে তার সর্বনাশ করা হয়েছে। ধর্ষিত মেয়ে এখন ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে বিচারের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের এক মুক্তিযোদ্ধা বাড়িতে আসা-যাওয়া করতেন একই গ্রামের রমজান মোল্লা’র ছেলে একরামুল হক (২০)। আসা-যাওয়ার সুযোগে একরামুল হক প্রেমের সম্পর্ক গড়ে তুলে ওই মুক্তিযোদ্ধার মেয়ের সঙ্গে।
সর্ম্পকের এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই মেয়ের সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলে একরাম। এতে ওই মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেয় সে। একরামুল হকের পরিবারের কাছেও বিয়ের দাবি জানায়। কিন্তু একরামুল ও তার পরিবার সম্পর্কের কথা অস্বীকার করে তা প্রত্যাখান করে।
নিরুপায় হয়ে সোমবার দিবাগত রাতে ওই মুক্তিযোদ্ধার মেয়ে বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ পিপিএমকে দায়িত্ব দেয়া হয়েছে।