গোয়াইনঘাটে যৌতুক না পেয়ে পিত্রালয়ে এসে হামলা করেছে যৌতুক লোভী স্বামী
গোয়ানইঘাট প্রতিনিধিঃ গোয়ানইঘাট উপজেলার ৬নং ফতেহ্পুর ইউনিয়নের রাতারগুল গ্রামের মোবাশ্বির আলীর কন্যা মোছাঃ ফাহেতা আক্তারের (২০) সাথে গত ১৪ই মে ২০১৪ইং তারিখে একই উপজেলার ডৌবারী ইউনিয়নের মৃত আব্দুল মনাফের ছেলের সাথে ১ লক্ষ ২০ হাজার টাকা দেন মোহর সাব্যস্থে মো. নাঈম উল্ল্যার সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় বিভন্নভাবে যৌতুকের জন্য মারদোর ও চাপসৃষ্টি করে নঈম উল্ল্যাহ ও তার শ্বশুর বাড়ীর লেকাজন। মেয়ের সুখের কথা চিন্তা করে দরিদ্র পিতা বিভিন্ন সময়ে ৭০ হাজার টাকা যৌতক দেওয়ার পরও আরো টাকা এনে দেওয়ার জন্য চাপসৃষ্টি ও নির্যাতন করতে থাকে। অবশেষে নিরূপায় হয়ে ফাতেহার বাবা গত ১৬ অক্টোবর শুক্রবার মেয়েকে নিয়ে আসেন। তারপরও যৌতুকলোভী নাঈম গতকাল আবারো ফাতেহার পিত্রালয়ে এসে রাত ১০টার সময় তাকে ডাক দিয়ে ঘরের বাইরে এনে মারপিট করে মারাতœক আহত করে এসময় তার আতœচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে নঈম উল্ল্যাহ পালিয়ে যায়। পরে ফাতেহা কে আসঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকের কলেজ হাসাপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহাতের ভাই মাওলানা এনামুল হক জানান, আমার বোনের সুখের দিকে তাকিয়ে তার শ্বশুর বাড়ীতে টাকা পয়সা দেওয়ার পরও নির্যাতন করে যাচ্ছে আমরা নিরীহ তাই সে আমদের নিজ বাড়ীতে এসে আমার বোনকে প্রাণের মারার উদ্দেশ্যে হামলা করে লোকজন এগিয়ে না আসলে সে আমার বোনকে জানে মেরে ফেলতো। তাই বোনকে সুস্থ করে আইনের আশ্রয় নিবো।