দক্ষিণ সুরমায় ফটো সাংবাদিক আহত ও ক্যামেরা ভাংচুরের ঘটনায় মামলা

SONY DSC
SONY DSC

সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সংবাদ প্রতিদিনের ফটো সাংবাদিক নিজামুল হক লিটন সন্ত্রাসী হামলায় আহত হওয়ার ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। গত শনিবার রাতে থানার অফিসার্স ইনচার্জ এস এম আতাউর রহমানের কাছে এ এজাহারটি দেওয়া। ওসি তখন বিষয়টি তদন্তের জন্য কদমতলী বাস টার্মিনাল পুলিশ ফাঁিড়র ইনচার্জ এস আই আশরাফুলকে দায়িত্ব দেন।
মামলার অভিযোগে ফটো সাংবাদিক নিজামুল হক লিটন উল্লেখ করেন, মামলার এজাহারে উল্লেখ করা হয়, দক্ষিণ সুরমার রবইকান্দি কাজিরখলা মসজিদের ইমাম সুদ নিয়ে বক্তব্য রাখাকে কেন্দ্র করে গত শুক্রবার কাজিরখলা মসজিদে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি তিনিও পেশাগত দায়িত্বপালনের জন্য ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের সাথে ধস্তা-ধস্তি শুরু হলে ছবি তুলতে থাকেন লিটন। হঠাৎ কিছু লোক তার উপর অর্তকিত ভাবে হামলা চালায়। তাকে মারধর করে ক্যামেরা ভাংচুরসহ মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহত অবস্থায় ঘটনাস্থলে ছুটে আসা কয়েকজন সাংবাদিক তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার বাদী লিটন হামলাকারী তুহিন, টিপু, অপু, শাফি, রুবেল, সোয়েব, শিব্বির আহমদ, ছোট শিব্বির, তারেক, রাজু, রুনু, মিল্টিনসহ অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনকে আসামী করে থানায় একটি এজাহার দেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুল জানান, অভিযোগটি আমি পেয়েছি। মামলার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এর কিছু সত্যতা পেলেও রোববার আবারো মসজিদের ইমামকে কেন্দ্র করে দুই গ্রুপ অস্ত্র নিয়ে সংঘর্ষের জন্য মূখোমুখি হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহেদও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে তদন্ত করেই যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।