অসুস্থ অসহায় দলীয় কর্মীদের পাশে বিত্তবান নেতাদেরই এগিয়ে আসা উচিত : কয়েস লোদী
জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত একনিষ্ঠ কর্মীরা দলের প্রাণ। তাদের সরব উপস্থিত ও দলীয় বিভিন্ন কর্মকান্ডে অগ্রনী ভূমিকা অবশ্যই প্রশংসার দাবী রাখে। এই সকল নিবেদিত প্রাণ দলীয় কর্মীদের দূর্দিনে দলের বিত্তবান নেতাদের তাদের পাশে থাকা উচিত। অসুস্থ অসহায় এই সকল দলীয় কর্মীদের সাহায্যার্থে বিত্তবান নেতাদের অবশ্যই এগিয়ে আসতে হবে বলে মনে করেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমটির নির্বাহী সদস্য প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েস লোদী।
সিলেট মহানগর যুব দলের নেতা, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যুব সংগঠক সাবুদ্দীনের চিকিৎসার সাহায্যার্থে আর্থিক সহযোগীতা প্রদান কালে বিএনপি নেতা কয়েস লোদী উপরোক্ত বক্তব্য রাখেন। এসময় কয়েস লোদী অসুস্থ সাহাবুদ্দীনের হাতে আর্থিক সাহায্য তুলে দেন।
এসময় অন্যন্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা শামীম মজুমদার, আব্দুস সোবহান, আশরাফ আরমান, আলমগীর হোসেন, ফয়জুল ইসলাম সুমন ও আবু সালেহ লায়েক প্রমুখ।