গোলাপগঞ্জে উপজেলা উন্নয়ন বিধিমালা খসড়া প্রণয়ন উপলক্ষে মতবিনিময়
গোলাপগঞ্জ প্রতিনিধি:গোলাপগঞ্জে উপজেলা পরিষদ উন্নয়ন পরিকল্পনা বিধিমালা ২০১৫ খসড়া প্রণয়ন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব.) মোঃ ফিরোজ মিয়া। মতবিনিময় সভায় উপজেলা পরিষদ খসড়া বিধিমালার উপর মতামত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মোরাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রনজিৎ আচার, উপজেলা, কৃষি অফিসার মোঃ খায়রুল আমিন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নছিরুল হক শাহিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, বাঘা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমদ, রোটারিয়ান মঞ্জুর আহমদ প্রমুখ। উপজেলা পরিষদ উন্নয়ন পরিকল্পনা বিধিমালা খসড়া প্রণয়ন উপলক্ষে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সিলেটের উপ-পরিচালক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহানা হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌরীন করিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল অনুরঞ্জন দাস, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ রেহান উদ্দিন, গোলাপগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মাহমুদ আহমদ, প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুস শহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুর রহমান, ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী সহ উপজেলার বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।