কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নতুন সাহিত্যিক তৈরির প্রয়াস অতুলনীয়
কেমুসাসের ৮৮৪ তম সাহিত্য আসরে বক্তারা
দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৮৪ তম সাপ্তাহিক আসর ১৫ অক্টোবর ২০১৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিতব্য সাহিত্য সভায় সভাপতিত্ত্ব করেন আল-ইসলাহ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন। সাহিত্য আলোচনায় বক্তারা বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নতুন সাহিত্যিক তৈরির প্রয়াস অতুলনীয়। কেমুসাসের অনবদ্য এই প্রয়াস যুগ যুগ ধরে বজায় থাকবে আশা রাখি। সাথে সাথে সাহিত্যিক বন্ধুদের যুগের সাথে তাল মিলিয়ে লিখতে হবে পড়তে হবে আধুনিক সাহিত্য। আধুনিক সাহিত্য পঠন পাঠনের মাধ্যমে সাহিত্যে টিকে থাকা সম্ভব। কারন কেমুসাসের সৃষ্টি অনেক বন্ধু বাংলাদেশের বড় বড় সাহিত্যিক হিসাবে নিজেদের স্থান করে নিয়েছে। এজন্য আধুনিক সাহিত্য নিজের মাঝে ধারন করতে হবে। আলোচনায় অংশগ্রহণ করেন কর্ণেল সৈয়দ আলী আহমদ, প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, গল্পকার সেলিম আউয়াল, গবেষক সৈয়দ মবনু, কবি বাছিত ইবনে হাবীব, প্রবাসী লেখক নাফে মোহাম্মদ এনাম।
আসরের দ্বিতীয় পর্বে ৮৮৪তম সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন-জীম হামযাহ, কামাল আহমদ,তাসলিমা খানম বীথি, মো.আলতাফ আলী, জাহিদ হাসান, আলাল আহম্মদ, সিরাজুল হক, মোঃ বাহাউদ্দিন বাহার, আরাফাত রাহমান, আলী আহমদ, সৈয়দ মুক্তদা হামিদ, রাজ্জাক রাজু, আমিনা শহীদ চৌধুরী মান্না, মো. আবদুল হক, ছাদিকুর রহমান, শাহ মিজান, লাহিন নাহিয়ান স¤্রাট, আনোয়ার হোসেন মাস্টার, রুমান হাফিজ, মাহবুব এ রহমান, সৈয়দ আছলাম হোসেন, ইসহাক আলমগীর, মিছবাহ উদ্দীন, শাম্মী নাজ সিদ্দিকী, সাইয়িদ শাহীন।
সাহিত্য আসরের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ। সাহিত্য আসরে সেরা লেখক নির্বাচিত হন গল্পে জীম হামযাহ, ছড়ায় শাহ মিজান ও পুঁথিতে মো.আলতাফ আলী । সাহিত্য আসর পরিচালনা করেন মামুন হোসেন বিলাল। -বিজ্ঞপ্তি।